রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৭ এপ্রিল ২০২৫ ২১ : ০৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে রীতিমতো তাণ্ডব চালাল দুটি জংলি বাইসন। জলদাপাড়ার জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে তারা। ফালাকাটা ব্লকের চুয়াখোলা এলাকায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। বাইসনের আক্রমণে গুরুতর জখম হয়েছেন এক কৃষক সহ দুই জন। পরে জঙ্গলে ফিরে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয় একটি বাইসনের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে চাষের জমিতে কাজ করছিলেন বিশ্বজিৎ বিশ্বাস নামে এক কৃষক। সেই সময় আচমকাই একটি বাইসন পিছন থেকে এসে তাকে আক্রমণ করে। বাইসনের সিংয়ের আঘাতে ওই ব্যক্তির পেট ও পিঠে মারাত্মক আঘাত লাগে। এমনকি শরীরের একাধিক অংশ ছিঁড়ে যায়। মাথাতেও গুরুতর আঘাত লাগে। জানা গিয়েছে, বাইসনের আঘাতে পরে আহত হন আরও এক গ্রামবাসী।
চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং দ্রুত ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বিশ্বজিৎ বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কোচবিহার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার খবর পেয়ে জলদাপাড়া রেঞ্জের বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। বনকর্মীরা দুটি বাইসনের মধ্যে একটিকে জঙ্গলে ফেরাতে সফল হন।
কিন্তু জঙ্গলে ফিরে গিয়ে অসুস্থ হয়ে কিছুক্ষণের মধ্যেই বাইসনটির মৃত্যু হয়। বনদপ্তরের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।অন্যদিকে, দ্বিতীয় বাইসনটি দিনভর এলাকার একটি ভুট্টা খেতে লুকিয়ে ছিল। সন্ধ্যার পর বনকর্মীরা সেটিকেও জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন। এই ঘটনার পর চুয়াখোলা সহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসী আতঙ্কে রয়েছেন। জলদাপাড়া অভয়ারণ্যের ডেপুটি ফিল্ড অফিসার প্রবীণ কাশোয়ান জানান, আহতদের চিকিৎসা চলছে এবং সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
নানান খবর
নানান খবর

লেডিস স্পেশালে পুরুষদের কামরা ভাগ করে দিল রেল, কোন কোন কোচে ওঠা যাবে জেনে নিন

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

জাফরাবাদে নিহত পিতা-পুত্রের পরিবারের পাশে শাসক দল তৃণমূল, সন্তানদের পড়ানোর দায়িত্ব নিলেন দুই সাংসদ

সূর্যের হাসি এখন বাঁকুড়ার লাল মাটিতে, সূর্যমুখী চাষে কৃষিতে নতুন জোয়ার

প্রীতিভোজের আসরে পুলিশ পৌঁছতেই বেপাত্তা বরের বাড়ির লোকজন, কনে গেল 'হোম'-এ, কারণ কী?

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা